Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার


১১ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বান্দরবান: বান্দরবানের রুমায় বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ লাল জিয়াম বম (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে রুমা উপজেলার বেথেল পাড়া এলাকায় অভিযান চালিয়ে লাল জিয়াম বমকে গ্রেফতার করা হয়।

রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, বেথেল পাড়া এলাকায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর অফিসার মেজর মাসুদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় অস্ত্র ব্যবসায়ী লাল জিয়াম বম (৩৮) কে একটি ঘরের ভিতর থেকে আটক করে। তার কাছ থেকে ১টি চায়নিজ পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব সদস্যরা রুমা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

লাল জিয়াম বমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্ত। তিনি আরো বলেন, এই ব্যক্তির বিরুদ্ধে রুমা থানায় অস্ত্র আইনে আগেরও একটি মামলা রয়েছে।

সারাবাংলা/এসএমএন

অস্ত্র-গুলি উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর