রোহিঙ্গা হত্যার স্বীকারোক্তি মিয়ানমার সেনাবাহিনীর
১১ জানুয়ারি ২০১৮ ০৯:৫১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৫৮
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক চাপের মুখেও রোহিঙ্গাদের হত্যা করার বিষয়টি এতদিন ধরে অস্বীকার করে আসছিল মিয়ানমার সেনাবাহিনী ও দেশটির সরকার। কিন্তু হঠাৎ যেন বোমা ফাটল। মিয়ানমার সেনাবাহিনী এই প্রথম স্বীকারোক্তি দিয়ে জানান দিল, তারা ১০ জন রোহিঙ্গাকে হত্যা করেছে।
সেনাবাহিনীর ভাষ্যমতে ওই ১০ জন সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান পরিস্থিতিতে এটাই সেনাবাহিনীর প্রথম স্বীকারোক্তি।
বুধবার দেওয়া এক বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনী বলেছে, ‘গ্রামবাসী এবং সেনা সদস্যরা স্বীকার করেছে তারা হত্যা করেছে।’
জাতিসংঘের হিসাবমতে গত বছরের ২৫ আগস্টে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরসার হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযানের নাম করে সাড়ে ছয় লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিমদেরকে বিতাড়িত করে মিয়ানমার সেনাবাহিনী। এছাড়া সেনাবাহিনীর হাতে অসংখ্য রোহিঙ্গা নিহত হন।
জাতিসংঘ এ ঘটনাকে জাতিগত নিধন বলে আখ্যায়িত করে। তবে মিয়ানমার সকল অভিযোগ অস্বীকার করে এবং রাখাইন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করে।
সারাবাংলা/এসআরপি/একে