যশোরের ৬ আসনে ৩৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
১০ ডিসেম্বর ২০১৮ ২০:০২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ২০:৫৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
যশোর: যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল এই প্রতীক বরাদ্দ দেন।
সকালে যশোর-৩ (সদর) আসনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। অন্যদিকে, বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষ প্রতীক সংগ্রহ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এই আসনের বাকি প্রার্থীরা হলেন— জাকের পার্টির মনিরুজ্জামান (গোলাপ ফুল), জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সৈয়দ বিপ্লব আজাদ (তারা) ও বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল (কুলা)।
যশোর-১ (শার্শা) আসনের প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন (নৌকা), বিএনপির মফিকুল হাসান তৃপ্তি (ধানের শীষ), ইসলামী আন্দোলনের বকতিয়ার রহমান (হাত পাখা) ও জাকের পার্টির সাজেদুর রহমান (গোলাপ ফুল)।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) নাছির উদ্দিন (নৌকা), জামায়াতের আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হুসাইন (ধানের শীষ), বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির বি এম সেলিম রেজা (কাঁঠাল), ইসলামী আন্দোলনের মো. আসাদুজ্জামান (হাত পাখা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. আলাউদ্দিন (মই), জাতীয় পার্টির ফিরোজ শাহ (লাঙ্গল) ও গণফোরামের এম. আছাদুজ্জামান (উদীয়মান সূর্য)।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসন থেকে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের রণজিতকুমার রায় (নৌকা), বিএনপির ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব (ধানের শীষ), জাতীয় পার্টির অ্যাডভোকেট জহুরুল হক (লাঙ্গল), বিজেপির লে. কর্নেল (অব.) শাব্বির আহমেদ (কাঁঠাল), ইসলামী আন্দোলনের নাজমুল হুদা (হাতপাখা), জাকের পার্টির লিটন মোল্যা (গোলাপ ফুল), গণফোরামের নাজিমুদ্দিন আল আজাদ (উদীয়মান সূর্য) ও ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আলী জিন্নাহ (আম)।
যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য (নৌকা), জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস (ধানের শীষ), জাতীয় পার্টির এম এ হালিম (লাঙ্গল), জাতীয় গণতান্ত্রিক পার্টির নিজামুদ্দিন অমিত (হুক্কা), ইসলামী আন্দোলনের ইবাদুল ইসলাম খালাসি (হাত পাখা), জাকের পার্টি রবিউল ইসলাম (গোলাপ ফুল) ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী (ট্রাক)।
যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক (নৌকা), বিএনপির আবুল হোসেন আজাদ (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আবু ইউসুফ বিশ্বাস (হাত পাখা), জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু (লাঙ্গল) ও জাকের পার্টির সাইদুজ্জামান (গোলাপ ফুল)।
সারাবাংলা/টিআর