Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত


১০ ডিসেম্বর ২০১৮ ১৮:১০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৮:২১

dav

।।রাবি করেসনপন্ডেন্ট।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন বিভাগের উদ্যোগে ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে সোমবার (১০ ডিসেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে অধ্যাপক ড. এম আব্দুল হান্নানের সভাপতিত্বে আইন বিভাগের গ্যালারি কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান কবির।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা, ড. আনিসুর রহমান, ড. সাইয়েদা আনজু, ড. আব্দুর রহীম মিয়া, ড. সাহাল উদ্দিন, বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহবুব উল ইসলাম, অরিন্দম বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর , চীনে উইঘুর সম্প্রদায়ের উপর ও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত মুসলিমদের উপর মানবাধিকার লঙ্ঘনের মত ঘটনা ঘটেই চলছে। ঘটনাগুলো বিশ্ব বিবেককে নাড়া দিলেও মানবাধিকার রক্ষায় কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না কেউ।  মানবাধিকার প্রসঙ্গটি দেশগুলোর সরকারের সাথে এক প্রকার জড়িত। যেখানেই সরকার কথাটি আসবে সেখানে মানবাধিকারের বিষয়ে সরকার সমালোচিত হবে।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক সালাউদ্দিন সাইমুম। বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

সারাবাংলা/এএসএস/এসএল/আরএ

আলোচনা সভা বিশ্ব মানবাধিকার দিবস রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর