গাজীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত ১
১০ ডিসেম্বর ২০১৮ ১৮:১৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৮:২৪
।। ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট। ।
গাজীপুর: গাজীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শ্রাবণ (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। রোববার (৯ ডিসেম্বর) রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
মৃত শ্রাবণ ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক(এসআই) শহিদুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য মৃতের লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সরু মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে এবং এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দরা এলাকার একটি মাঠে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে যায় শ্রাবণ। এ সময় অপর পক্ষের সঙ্গে শ্রাবণের সাথে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়।
সংঘর্ষের এক পর্যায়ে শ্রাবণ আহত হয়ে দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে লুকানোর চেষ্টা করে। পরে প্রতিপক্ষের লোকজন ঐ বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করলে গুরুতরভাবে আহত হয় সে।
আহত অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এমএ/এসএল/ আরএ