Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকা প্রতীক পেলেন শেখ হাসিনা


১০ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

গোপালগঞ্জ: জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখানকার একটি আসন থেকে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ প্রতীক বরাদ্দ দেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নৌকা, বিএনপির এস এম জিলানীকে ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. মারুফ শেখকে হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মো. উজির ফকিকে সিংহ ও মো. এনামুল হককে আপেল প্রতীক দেওয়া হয়।

এছাড়া গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিমকে নৌকা, বিএনপির সিরাজুল ইসলাম সিরাজকে ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর তসলিম সিকদারকে হাতপাখা প্রতীক দেওয়া হয়।

গোপালগঞ্জ-০১ আসনে আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) মো. ফারুক খানকে নৌকা, বিএনপির এফ.ই শরফুজ্জামান জাহাঙ্গীরকে ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মিজানুর রহমানকে হাতপাখা এবং বাসদের ইছাহাক মোল্লাকে মই প্রতীক দেওয়া হয়েছে।

সারাবাংলা/একে

জাতীয়-নির্বাচন প্রতীক বরাদ্দ শেখ হাসিনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর