‘সব দলের প্রার্থীদের প্রতি সমান আচরণ করা হবে’
১০ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি আসনে সব দলের প্রার্থীদের প্রতি সমান আচরণ করা হবে, বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম।
সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবে প্রার্থীরা। প্রচার-প্রচারণায় আচরণ বিধির ব্যাপারে তিনি বলেন, ‘আচরণ বিধি দেখার জন্য মহানগরের প্রত্যেকটি নির্বাচনি আসনে একজন করে ম্যাজিস্ট্রেট ও তার অধিনে ৩ জন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা দ্বায়িত্ব পালন করবেন। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া থাকবে।’
ঢাকা মহানগরীর ১৫টি আসনে ১৩২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-৮ আসনে সর্ব্বোচ্চ ১৪ জন প্রার্থী রয়েছে। এ ছাড়া ঢাকা-৯, ১২ ও ১৬ আসনের প্রত্যেকটিতে ছয় জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (লাঙল), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদা (সিংহ), আকবর হোসেন পাঠান ফারুক (নৌকা), আন্দালিব রহমান পার্থ (ধানের শীষ) ও বিএনএফ প্রার্থী আবুল কালাম আজাদ (টেলিভিশন) প্রতীকে নির্বাচন করবেন।
এ ছাড়া প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নির্বাচনি আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আচরণ বিধি যাতে লঙ্ঘন না হয়, সে বিষয়ে আমরা সজাগ থাকবো। এ ছাড়া আচরণ বিধি যাতে লঙ্ঘিত না হয় তা কঠোরভাবে মনিটরিং করা হবে।’
সারাবাংলা/এমএস/এমআই