মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে হিরো আলম
৯ ডিসেম্বর ২০১৮ ১৮:০১ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৫২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করার পর নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার তিনি প্রার্থিতা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন।
রোববার (৯ ডিসেম্বর) হাইকোটের সংশ্লিষ্ট শাখায় এ বিষয়ে রিট আবেদন করেছেন তিনি।
রিটে হিরো আলমের পক্ষে আইনজীবী ছিলেন মো. কাউছার আলী। তিনি বলেন, নির্বাচন কমিশন হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করা হয়েছে।
কাউছার আলী আরও বলেন, রিটটি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
এর আগে, জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও দলটি থেকে মনোনয়ন না পাওয়ায় বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম। তবে তার মনোনয়নপত্রে নির্বাচনি আসনের ১ শতাংশ ভোটারের সইয়ের ক্ষেত্রে ভুয়া ভোটার তালিকা দাখিলের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
পরে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন হিরো আলম। তবে ৬ ডিসেম্বর ইসিতে অনুষ্ঠিত আপিল শুনানিতেও তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই এবার আদালতের শরণাপন্ন হলেন আলোচিত এই স্বতন্ত্র প্রার্থী।
সারাবাংলা/এজেডকে/টিআর