Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা ওয়েলের লাইনে ত্রুটি, ফ্লাইট চলাচলে বিঘ্ন


৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৫১ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৮ ১৯:০৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পদ্মা ওয়েল থেকে উড়োজাহাজের পর্যাপ্ত তেল সরবরাহ করতে না পারায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ে বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি।

এর আগে, শনিবার (৮ ডিসেম্বর) রাত থেকে কমপক্ষে ছয়টি ফ্লাইট দেরি করে বিমানবন্দর ছেড়েছে বলে জানিয়েছে একাধিক এয়ারলাইন্স সূত্র। একই পরিস্থিতি তৈরি হয় রোববার ( ৯ ডিসেম্বর) সকালেও। বিমানবন্দর সূত্র জানায়, তেল সরবরাহ না থাকার কারণে ক্যাথে প্যাসেফিকসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট নির্ধারিত সময়ে উড়তে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মকর্তা বলেন, পদ্মা ওয়েল উড়োজাহাজে ঠিকমতো তেল দিতে পারছে না। শনিবার রাতেও আমাদের ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি, সকালেও এই সমস্যা ঠিক হয়নি। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক সারাবাংলাকে বলেন, পদ্মা ওয়েলের ড্রিস্ট্রিবিউশন লাইনে সমস্যা হয়েছিল। তারা বিষয়টি সমাধান করেছে। এখন আর কোনো সমস্যা নেই।

তবে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, শনিবার রাতে পদ্মা ওয়েলের লাইন চেকআপের সময় কারিগরি কারণে কিছু সময় তেল সরবরাহ বন্ধ ছিল। সরবরাহ লাইনের ভেতরে বাবল হওয়ায় কিছু সময়ের জন্য উড়োজাহাজ উড্ডয়ন দেরি হয়। তবে এরপর পদ্মা ওয়েল থেকে ভোর ৪টা পর্যন্ত ২২টি এয়ার ক্রাফটের তেল দেওয়া হয়েছে।

সূত্রটি জানায়, এ কারণেই শনিবার রাত থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪, মালায়েশিয়ান এয়ারলাইন্সের এএইচ১৯৭, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭, রিজেন্ট আর এক্স ৭৮২, থাই লায়ন এয়ারের এসএল ২২৫ নম্বর ফ্লাইট নির্ধারিত সময়ে শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। যার প্রভাব ছিল আজ রোববার সকালেও। নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে উড্ডয়ন হয় ফ্লাইটগুলোর ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এনএইচ

পদ্মা ওয়েল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর