নাগরিক ঐক্যের জন্য ৫ আসন
৮ ডিসেম্বর ২০১৮ ২০:২৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ২০:২৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতীয় নির্বাচনে পাঁচ আসনে লড়ছে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্যে।
দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না লড়বেন বগুড়া-২ আসনে।
এছাড়া এস এম আকরাম নারায়ণগঞ্জ-৫, শাহ রহমত উল্লাহ রংপুর-১, মোজাখখারুল ইসলাম রংপুর-৫, নুরুর রহমান জাহাঙ্গীর বরিশাল-৪ আসনে লড়বেন।
এছাড়া ২০ দলীয় জোটের আরেক শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) চেয়ারম্যান মুফতি ওয়াক্কাস যশোর-৫ আসনে প্রতিদ্বন্বিতা করবেন।
সারাবাংলা/এজেড/একে