শাহ মোয়াজ্জেমের গাড়ি বহরে হামলা, ভাঙচুর
৮ ডিসেম্বর ২০১৮ ২০:৩৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ২১:০১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে শ্রীনগর থেকে সিরাজদিখানের পাথরঘাটা যাওয়ার পথে ঢাকা-মাওয়া সড়কের কুচিয়ামোড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ৬টি গাড়ি, ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ সময় শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়ি চালকসহ ৭ জন আহত হয়েছে। আহতদের কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুরে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ জানান, ‘অতর্কিত এই হামলায় শাহ মোয়াজ্জেম ও তার গাড়ির চালকসহ ৭ জন আহত হয়। তিনি আরও জানান এ সময় গুলি করা হয়েছে। শাহ মোয়াজ্জেম হালকা আঘাত পেয়েছেন।’
কারা হামলা করেছে বিষয়টি জানতে চাইলে তারা বলেন, ‘নৌকা নৌকা, জয়বাংলা শ্লোগান দিয়ে হামলা করে। সরকারি দলও এ হামলা করতে পারে। আবার আজ দুপুরে বিএনপির একটি পক্ষ আমাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে, তারাও হতে পারে, আমরা কাউকে চিনতে পারিনি।’
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, ‘শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িতে হামালার বিষয়টি আমি আদৌ জানি না। তবে আওয়ামী লীগের কেউ কিছু করে থাকলে বিষয়টি আমি জানতান।’
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিনকে জানান, ‘বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
উল্লেখ্য আজ শনিবার দুপুরের দিকে শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আব্দুল্লাহর সমর্থকরা।
এ ব্যাপারে শেখ আব্দুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
সারাবাংলা/এমআই