এলডিপি পেল ৫ আসন, কল্যাণ পার্টির ভাগে ১
৮ ডিসেম্বর ২০১৮ ১৯:২৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ২০:০৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা : ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) পাঁচটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় এই কথা জানিয়েছেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম।
যে পাঁচটি আসন ছেড়ে দেয়া হয়েছে সেগুলো হলো, চট্টগ্রাম ৭ ও ১৪, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-১ এবং ময়মনসিংহ-১০।
এর মধ্যে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ লড়বেন চট্টগ্রাম ১৪ আসন থেকে, চট্টগ্রাম ৭ আসন থেকে নির্বাচন করবেন এলডিপি নেতা নুরুল আলম। এছাড়া লক্ষ্মীপুর ১ আসনের এলডিপির প্রার্থী দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, কুমিল্লা ৭ আসনে নির্বাচনে দাঁড়াচ্ছেন মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং ময়মনসিংহ ১০ আসনে এলডিপির প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরশেদ।
মনোনয়নের কাগজ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় শাহাদাৎ হোসেন সেলিম জানান, তারা মোট ১০টি আসন চেয়েছিলেন কিন্তু পাঁচটি পেয়েছেন। এ বিষয়ে আরো আলোচনা হবে। আশা করছেন রোববার (৯ ডিসেম্বর) এর মধ্যে আরো দুটি আসন তারা পাবেন।
এছাড়া জোটের আরেক শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমকে দেওয়া হয়েছে চট্টগ্রাম-৫ আসন। কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এজেড/এসএমএন
২০ দলীয় জোট বাংলাদেশ কল্যান পার্টি মনোনয়নপত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)