Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ তদন্তে কোহেনের সহযোগিতার মেমো প্রকাশ


৮ ডিসেম্বর ২০১৮ ১৭:৩১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইক্যাল কোহেন গত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছেন। নতুন এক আইনী মেমোতে একথা বলেছেন তদন্তকারী স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার। খবর বিবিসির।

মুয়েলারের মেমো মূলত কোহেন এর শাস্তি নির্ধারণে নির্দেশনার জন্য তৈরি। এরকম দ্বিতীয় এক মেমোতে ট্রাম্প শিবিরের সাবেক প্রধান পল ম্যানাফোর্টের বিরুদ্ধে জামিন চুক্তি ভঙ্গের অভিযোগ নিয়ে লিখিত। উভয়েই রুশ তদন্তে সহযোগিতা করেছেন। কিন্তু ম্যানাফোর্টের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ এনেছেন মুয়েলার।

স্থানীয় সময় শুক্রবার (৭ ডিসেম্বর) আদালতে দাখিল করা অপর এক অভিযোগপত্রে কোহেনের শাস্তি নির্ধারণের বিষয় উল্লেখ করেছেন প্রসিকিউটররা। তাদের দাবি, প্রচারণা শিবিরের আর্থিক আইন ভঙ্গ, কর ফাঁকি ও কংগ্রেসের কাছে মিথ্যা বলার অপরাধে তার যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত।

প্রসঙ্গত, ট্রাম্প শুরু থেকেই রুশ হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি বলেছেন, রুশ হস্তক্ষেপ তদন্ত একটি ‘উইচ হান্ট’।

হোয়াইট হাউজ জানিয়েছে, শুক্রবারের মেমোতে প্রেসিডেন্টের ব্যাপারে নতুন কিছু বা ক্ষতিকর কিছু নেই।

এক টুইটে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট সম্পূর্ণ নির্দোষ। ধন্যবাদ।

তবে এই টুইট দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয়।

সারাবাংলা/ আরএ

মাইক্যাল কোহেন মুয়েলার রুশ তদন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর