হাসনা হেনার মুক্তির দাবিতে আন্দোলন স্থগিত, রোববার আবার শুরু
৮ ডিসেম্বর ২০১৮ ১৫:২০ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ১৫:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আজকের মতো স্থগিত করা হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) সকাল থেকে ফের একযোগে চলবে ক্লাস ও পরীক্ষা বর্জন। শনিবারের (৮ ডিসেম্বর) মতো রোববারও ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ করবে আন্দোলনরত শিক্ষার্থীরা।
দুপুরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মুখপাত্র একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া মাহমুদ মৃত্তিকা সংবাদ সম্মেলনে বলেন, কলেজের সিসিটিভি ও অন্যান্য সকল তথ্যের কোথাও হাসনা হেনা আপার সংশ্লিষ্টতা দেখা যায়নি। তারপরও যাদেরকে মূল আসামি হিসাবে সনাক্ত করা হয়েছে তাদের গ্রেফতার না করে হাসনা হেনা আপাকে গ্রেফতার করা হয়েছে। এ প্রতিবাদে এবং আপার মুক্তির দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। তাকে মুক্তি দেয়া না পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে পাশাপাশি সকল ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে।
হাসনা হেনার মুক্তি চেয়ে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসময় একই শ্রেণির বিক্ষোভকারী শিক্ষার্থী লামিয়া ইকবাল এবং আদিবা হাসান বলেন, মাত্র ১২ ঘন্টা সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত কাজ শেষ করেছে। সে রিপোর্টের আলোকে আমাদের আপাকে গ্রেফতার করেছে। কিন্তু তিনি তো নির্দোষ। তাই আমরা মনে করি, মন্ত্রণালয়ের তদন্তের মাধ্যমে সঠিক অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এ তদন্তে আমরা অসন্ত্রোষ প্রকাশ করছি। এই কারণে আমরা সুষ্ঠু তদন্ত দাবি জানাই।
সংবাদ সম্মেলন থেকে শনিবার দ্বিতীয় দিনের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। একইসঙ্গে রোববার সকাল ৮টা থেকে একই স্থানে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়। যতদিন পর্যন্ত তাদের মায়ের মতো শিক্ষককে মুক্তি না দেয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সারাবাংলা/এসএইচ/এসএমএন