‘ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে’
৭ ডিসেম্বর ২০১৮ ২০:৩৯
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
কঠোর নিয়ম আরোপ ব্যতীত সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি তুলেছেন যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা দ্য গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টারস (জিসিএইচকিউ) এর সাবেক প্রধান রবার্ট হ্যানিগেন। খবর বিবিসির।
রবার্ট বলেন, ফেসবুক এর ব্যবহারকারীর তথ্য নিরাপত্তার চেয়ে তা বিক্রি করে লাভের কথাই বেশি চিন্তা করে।
সাবেক জিসিএইচকিউ প্রধান আরও বলেন, এটা কোন দাতব্য সেবা নয় যা বিনামূল্যে দেওয়া হয়। বরং এটি শক্ত মস্তিষ্কের ব্যবসা। তারা বিজ্ঞাপন দেখিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। ফেসবুক ব্যবহার করতে দিয়ে, তারা ডাটা নেয় ও সর্বোচ্চ ব্যবসা করে।
ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকি কিনা এমন প্রশ্নের জবাবে হ্যানিগেন বলেন, নিয়ন্ত্রণ করা না গেলে বিষয়টি সত্যি এমন গুরুত্বপূর্ণ।
ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা এর আগে ফেসবুকের ডাটা পলিসির ব্যাপারে অভিযোগ তুলেছিলেন। ব্যবহারকারীকে বুঝতে না দিয়ে কোম্পানিটির ডেভলপাররা তথ্য হাতিয়ে নেন, এমন কিছু ইমেইল তাদের কাছে আছে বলে জানানো হয়। এছাড়া, মার্কিন নির্বাচনের সময়ে মিথ্যা তথ্য প্রতিহত করতে ব্যর্থ হওয়া সমালোচনা রয়েছে ফেসবুকের।
সারাবাংলা/এনএইচ