Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিলেও বাতিল ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র


৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) কাছে আপিল করেও মনোনয়ন ফিরে পেলেন না গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।

গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সুলতানা পারভীন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী ইমরান এইচ সরকারের এ সম্পর্কিত তথ্যে ঘাটতি থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

সারাবাংলা/জিএস/একে

ইমরান এইচ সরকার কুড়িগ্রাম-৪ গণজাগরণ মঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর