Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে তিন জনের মৃত্যু


৭ ডিসেম্বর ২০১৮ ১২:১৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ১৩:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নরসিংদী: নরসিংদীতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শিবপুরের সৈয়দনগরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃতদের মধ্যে নরসিংদী শিবপুরের ঘোড়ারগাঁও গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন (৫০)। বাকি এক নারী ও পুরুষের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বেলা ১১টায় ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন অন্তত ১৮ জন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এক পুরুষ ও নারীকে মৃত ঘোষণা করেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাস দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমএইচ

বাসের সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর