Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি


৭ ডিসেম্বর ২০১৮ ০৮:২৪ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ০৯:০৬

।। সারাবাংলা ডেস্ক ।।

বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ও বাংলাদেশ ন্যাভাল একাডেমিতে (বিএনএ) বেশকিছু অনুষ্ঠানে যোগ দিতে আজ শুক্রবার (৭ ডিসেম্বর) তিন দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি শনিবার ভাটিয়ারীর বিএমএ’তে প্রেসিডেন্ট প্যারেড-২০১৮ আয়োজনে যোগ দেবেন। পরদিন রোববার তিনি বিএনএ’তে মিডশিপম্যান-২০১৬ ব্যাচ ও ডিরেক্ট এন্ট্রি অফিসার-২০১৮/বি ব্যাচ শীতকালীন প্রেসিডেন্ট মার্চ পাস্ট (কুচকাওয়াজ)-২০১৮ অনুষ্ঠানেও যোগ দেবেন।

বিএমএ ও বিএনএ’র বাৎসরিক দুই প্যারেড ও কুচকাওয়াজে যোগদান শেষে রোববার বিকেলে রাষ্ট্রপতির ঢাকা ফেরার কথা রয়েছে। বাসস।

সারাবাংলা/টিআর

চট্টগ্রাম সফর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর