Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির প্রার্থী তালিকার ঘোষণা স্থগিত


৬ ডিসেম্বর ২০১৮ ২১:৩০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ২৩:০৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার পর থেকে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বৃহস্পতিবার প্রার্থীদের আংশিক তালিকা দেওয়া হবে।

আরও পড়ুন: বিএনপির আংশিক প্রার্থী তালিকা রাতে

কিন্তু সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির জানান, অনিবার্য কারণে প্রার্থীদের তালিকা ঘোষণা স্থগিত করা হয়েছে।

এদিকে এদিন সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ওই বৈঠকে ঐক্যফ্রন্টের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: আসন ভাগ দুই একদিন পর, ইশতেহার ১৭ ডিসেম্বর

বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, আসন ভাগাভাগির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে দুই একদিনের মধ্যেই জানানো হবে।

সারাবাংলা/এজেড/একে

জাতীয়-নির্বাচন বিএনপির প্রার্থী তালিকা মির্জা ফখরুল ইসলাম

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর