‘উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে’
৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৬ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: দেশের বিভিন্ন খাতে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে দেশের তরুণ ভোটারদের নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ও কাঞ্চন পৌরসভায় আওয়ামী লীগের ওঠান বৈঠকে তিনি একথা বলেন।
গোলাম মর্তুজা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের ঐক্য কেউ ভাঙ্গতে পারবে না। নৌকার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এজন্য দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুণ ভোটারদের নৌকায় ভোট দিতে হবে।
তিনি বলেন, রূপগঞ্জবাসী গ্যাস পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে, মুড়াপাড়া স্কুল এবং কলেজ সরকারিকরণ হয়েছে। শীতলক্ষ্যা সেতু নির্মাণ হয়েছে এবং ভূলতা ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। সুতরাং উন্নয়ন দেখে আপনারা আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবেন।
বর্তমানে রূপগঞ্জ আওয়ামী লীগে কোন গ্রুপিং নেই বলেও এসময় তিনি জানান।
গোলাম মর্তুজা বলেন, কাঞ্চন পৌরসভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন করেছে খালেদা জিয়ার ক্যাডার বাহিনী। বঙ্গবন্ধুর নাম ওরা এখানে উচ্চারণ করতে দেয়নি। এখন সেই কাঞ্চন পৌরসভা গাজী সাহেবের প্রচেষ্টায় আওয়ামী লীগের ঘাঁটি।
তিনি আরও বলেন, বিএনপি ইঞ্জিনবিহীন গাড়ির মত নির্বাচনের মাঠে নামছে। বিএনপির কোন আদর্শ নেই। তাদের কোন নেতা নেই। বিএনপির আছে একজন সন্ত্রাসী নেতা। যিনি নির্বাচনে পরাজিত হবেন জেনে লন্ডনে বসে নির্বাচন বানচালের নীল নকশা করছেন।
আলোচনায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসজে/এনএইচ