বিএনপির আংশিক প্রার্থী তালিকা রাতে
৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ২৩:০৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার পর থেকে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আজ আংশিক তালিকা ঘোষণা করা হবে।’ বৃহস্পতিবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
প্রার্থী তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘আমি ওনার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। তিনি বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮ শ প্রার্থী দিয়েছি। তিনি বললেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভীতসন্ত্রস্ত বলেই এসব কথা বলছেন।’
মনোনয়ন বাতিলকৃত প্রার্থীদের নির্বাচনের সুযোগ করে দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ন্যায়বিচার পেলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তার প্রার্থিতা ফিরে পাবেন।’
তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা দলের অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজকে আপিলে তারা বৈধ হয়েছেন। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’
ফখরুল বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর অুনষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে । আমরা আবারও নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেফতার বন্ধ করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বে-আইনিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার। গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলেও এখনও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।’
সারাবাংলা/এজেড/একে