নাশকতার মামলায় বিএনপি নেতা শাহাদাতকে গ্রেফতার দেখানোর নির্দেশ
৬ ডিসেম্বর ২০১৮ ১৭:১৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৪১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: নাশকতার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এম এম মহিউদ্দিন মুরাদ এই আদেশ দেন।
শাহাদাতের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ সারাবাংলাকে বলেন, বাকলিয়া থানায় গত অক্টোবর ও নভেম্বরে দায়ের হওয়া তিনটি মামলায় শাহাদাত হোসেনকে গ্রেফতারের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। আদালত অনুমতি দিয়েছেন। এরপর শাহাদাত হোসেনের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছেন।
তিনটি মামলাতেই শাহাদাতের বিরুদ্ধে পুলিশের উপর ককটেল হামলাসহ নাশকতার অভিযোগ আনা হয়েছে বলে জানান এই আইনজীবী।
গত ৭ নভেম্বর বিকেলে ঢাকায় সিএমএম আদালত এলাকা থেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন শাহাদাত।
চট্টগ্রামে ইতোমধ্যে সাতটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
সারাবাংলা/আরডি/এসএমএন