Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসি’র শীর্ষ পরামর্শক পর্ষদের সদস্য হলো বাংলাদেশ


৬ ডিসেম্বর ২০১৮ ১৫:০০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর ব্যুরো’র বা শীর্ষ পরামর্শক পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে আগামী দুই (২০১৯-২০) বছরের জন্য বৈশ্বিক এই সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

আইসিসি’র সদস্যরাষ্ট্র হিসেবে এই প্রথম বাংলাদেশ সংস্থাটির ব্যুরোর সদস্য হিসেবে কাজ করতে যাচ্ছে। এর আগে ২০১০ সালে আইসিসি- এর সদস্যরাষ্ট্র হিসেবে যোগ দেয় বাংলাদেশ।

আইসিসির শীর্ষ পরামর্শক পর্ষদ ১২৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১ টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত, যাবে বলা হয় ‘ব্যুরো’। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য হিসেবে ২০১৯ সালের জন্য বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও জাপান এবং ২০২০ সালে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং ফিলিস্তিন ব্যুরো-এর প্রতিনিধিত্ব করবে।

সাধারণত ব্যুরো আইসিসি-এর বাজেট চূড়ান্তকরণ, বিচারক, প্রসিকিউটর, ডেপুটি প্রসিকিউটর নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ন সিদ্বান্ত গ্রহণ করে থাকে।

সারাবাংলা/জেআইএল/এসএমএন

আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি) ব্যুরো

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর