ডিআইজি মোশাররফ হোসেন ভুঁঞা আর নেই
৬ ডিসেম্বর ২০১৮ ১৪:০১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মো. মোশাররফ হোসেন ভূঁঞা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরহুমের নামাজে জানাজা বাদ জোহর রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
সিআইডির ডিআইজি মোশাররফ হোসেনের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী শোক প্রকাশ করেছেন।
সারাবাংলা/ইউজে/টিআর