Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চলছে’


৬ ডিসেম্বর ২০১৮ ১৪:০৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে একটি মহল গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি বৈঠক শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা করছে একটি মহল। বিশৃংখলা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসময় তিনি জানান, নারায়ণগঞ্জের তিনটি গার্মেন্টস কারখানায় তিন মাস বেতন ভাতা না হওয়ায় এবং গাজীপুরের একটি কারখানা হঠাৎ বন্ধ করে দেয়ায় সেখানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এসব পরিস্থিতি নিয়েই জরুরি সভা ডাকা হয়েছিল।

সভায় গাজীপুরের মেয়র, বিজিএমইএ ও বিকেএমইএ’র সভাপতিসহ আইনশৃংখলা বাহিনীর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচএ/জেএএম

গার্মেন্টস শিল্প শ্রম প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর