অবশেষে ঢাকা-সাভার-পাটুরিয়া রুটে আসছে ট্রেন
৬ ডিসেম্বর ২০১৮ ১৩:১১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ১৩:৩২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত রেললাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা-সাভার-পাটুরিয়া রুটে এই রেল লাইন চালু হবে।
রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সালামের সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গত ৩ ডিসেম্বর জারি হওয়া ওই আদেশে বলা হয়, ঢাকা-সাভার-পাটুরিয়া সেকশনে রেল লাইন নির্মাণের জন্য সম্ভাবতা যাচাই ও বিশদ ডিজাইনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরপরই নতুন করে এই সেকশনে রেললাইন নির্মাণের জন্য কাজ শুরু হবে বলে আদেশে বলা হয়।
এর আগে, গত ৭ অক্টোবর ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান সাভার উপজেলাবাসীর হয়ে ‘রাজধানীর যানজট কিছুটা হলেও কমাতে ঢাকা-সাভার-পাটুরিয়া রুটে ট্রেন সার্ভিসের জন্য আবেদন’ শীর্ষক একটি আবেদনপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
ওই চিঠির পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের এক সভায় ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত রেল লাইন চালুর সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) কামরুজ্জামান খান সারাবাংলাকে বলেন, সম্ভাব্যতা যাচাই ও ডিজাইন শেষে নতুন রেলপথ নির্মাণ করা হবে। এ সংক্রান্ত একটি চিঠি রেলপথ মন্ত্রণালয় থেকে আমাকে দেওয়া হয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি। সাভারবাসীও নিঃসন্দেহে অনেক খুশি হয়েছে। এতে করে ঢাকা থেকে সাভার হয়ে যারা বিভিন্ন পথে চলাচল করেন, তাদের আর যানজটে পড়তে হবে না বলে আশা করি।
সারাবাংলা/ইউজে/টিআর