Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুঙ্গিপাড়া-খুলনা-সিলেট-রংপুর: শেখ হাসিনার নির্বাচনি সফরের রুট


৫ ডিসেম্বর ২০১৮ ২২:১৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: গত বেশকিছু জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরুর রেওয়াজ চলে আসলেও এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নির্বাচনি সফর শেষ হবে রংপুরের পীরগঞ্জে। তবে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, বিষয়টি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। আগামী শুক্রবার বা শনিবার শেখ হাসিনার সফরের রুট চূড়ান্ত হতে পারে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সারাবাংলাকে বলেন, এবার নিজের নির্বাচনি এলাকা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়া থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার সফরের সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে আশা করছি।

দলীয় সূত্রগুলো জানায়, গত ১ ডিসেম্বর গণভবনে নির্বাচনি প্রচারের বিষয়ে দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে আলাপ করেন শেখ হাসিনা। ওই সময় তিনি টুঙ্গিপাড়া থেকে শুরু করে সিলেট, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় যাওয়ার কথা জানান। এই নির্বাচনি সফরসূচি চূড়ান্ত করতে এরই মধ্যে বিষয়টি নিজের সামরিক সচিবকে জানিয়েছেন শেখ হাসিনা।

সূত্রগুলো জানায়, নির্বাচনের আগে কমপক্ষে সাতটি জেলায় সফর করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে নির্বাচনি প্রচারণার সময় সরকারি কোনো সুযোগ-সুবিধা তিনি নেবেন না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে নির্বাচন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, এই দুইটি এলাকাকেই তিনি সফরের শুরু ও শেষ প্রান্তে রাখছেন।

বিজ্ঞাপন

খসড়া সফরসূচি অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় নির্বাচনি প্রচারণা শেষে নিজের গ্রামের বাড়িতে একরাত থাকবেন শেখ হাসিনা। এরপর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় নির্বাচনি প্রচার শেষে ঢাকায় ফিরবেন তিনি। পরে যাবেন সিলেট। সবশেষ রংপুরের পীরগঞ্জে নিজের শ্বশুরবাড়ির এলাকায় প্রচারের মধ্য দিয়ে নির্বাচনি সফর শেষ করবেন তিনি।

ফাইল ছবি

আরও পড়ুন-

গণভবনে ঢাকা মহানগর নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন শেখ হাসিনা

সারাবাংলা/এইচএ/টিআর

নির্বাচনি সফর শেখ হাসিনা শেখ হাসিনার নির্বাচনি সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর