Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিকারের সঙ্গে ইতালির বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ


৫ ডিসেম্বর ২০১৮ ২১:১২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী সঙ্গে আজ তার কার্যালয়ে ইতালির বিদায়ী রাষ্ট্রদূত মি. মারিও পালমা সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে। ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত  উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. শিরিন শারমিন বলনে, ‘বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এ সময় তিনি এ সকল বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের আহবান জানান।’

মারিও পালমা বলনে, ‘বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতকি ঐতিহ্য। এ দেশে কর্মজীবনে অনেক সুখকর স্মৃতি রয়েছে। বারবার বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দেবে।’

এ সময় তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন।

সারাবাংলা/এএইচএইচ/এমএইচ/এমআই

বিদায়ী রাষ্ট্রদূত স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর