Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিক হবো: কাদের


৫ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মন্ত্রিত্ব গেলে তিনি আবার সাংবাদিকতায় ফিরবেন।

বুধবার (৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘সাংবা‌দিকরা তো স্মার্ট। যে কোনো ইনফরমেশন খুব তাড়াতাড়ি কালেক্ট করে ফেলে। মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতা হব। সবসময় কী আর মন্ত্রিত্ব থাকবে? যে কোনো সময় ক্ষমতা চলে যেতে পারে। ক্ষমতায় আবার ফিরে আসব এরকম নিশ্চয়তা আর দিতে পারি না।’

আরও পড়ুন: বিদ্রোহীরা আজীব‌নের জন্য বহিষ্কার, ৯ ডিসেম্বর সিদ্ধান্ত

ওবায়দুল কাদের দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। যুক্ত ছিলেন বাংলার বাণী পত্রিকার সঙ্গে।

রাজনীতির পাশাপাশি লেখালেখিও করেন ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি উল্লেখ করেছেন লেখালেখি থেকে গড়ে মাসে ৪০ হাজার টাকা আয় করেন।

সারাবাংলা/এমএইচ/একে

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর