Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালকের মৃত্যু


৫ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক বাস চালকের মৃত্যু হয়েছে। একটি চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি, এতেই মৃত্যু হয় বাস চালকের।

বুধবার (৫ ডিসেম্বর) ভোরে মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো.আল মামুন (৫০) দূরপাল্লার সোহাগ পরিবহনের স্ক্যানিয়া বাসের চালক।

হাইওয়ে পুলিশের সীতাকুণ্ড কুমিরা ফাঁড়ির ইনচার্জ আবু আব্দুল্লাহ জানান, দুটি পরিবহনই ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে আসা বাসটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে চালক আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, ভোর ৬টা ৪০ মিনিটে আল মামুনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা সোহাগ স্ক্যানিয়া