Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত নেতার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্দেশ


৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই বাচাইয়ের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালতে গোলাম রব্বানীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ইমরান এ সিদ্দিকী ও শিশির মো. মনির। অন্যদিকে, রিটার্নিং অফিসারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পরে শিশির মনির সাংবাদিকদের জানান, গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইন অনুসারে যাচাই বাচাইয়ের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

গত ৩ ডিসেম্বর গোলাম রব্বানীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রংপুরের রিটার্নিং অফিসার আপিল বিভাগে আবেদন করেন। পরে আজ আপিল বিভাগ শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে গত ৩ ডিসেম্বর গোলাম রব্বানী সাংবাদিকদের জানিয়েছিলেন ‘গত ২৮ নভেম্বর বেলা ২টা ৫০ মিনিটে আইনজীবী বায়জিদ ওসমানি প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আমার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার নির্ধারিত কার্যালয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরও তাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি বিভিন্ন বিষয় নিয়ে তাকে হয়রানি করা হয়। শেষ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ না করায় এর প্রতিকার চেয়ে গত শনিবার নির্বাচন কমিশনে আবেদন করি। নির্বাচন কমিশন থেকে কোনো প্রতিকার না পেয়ে রোববার হাইকোর্টে রিট দায়ের করি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/জেএএম

মনোনয়ন পত্র হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর