Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে ট্রাক চাপায় পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু


৫ ডিসেম্বর ২০১৮ ১০:৩৩ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ১০:৪৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাক চাপায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে সাত রাস্তা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নাজমুল হুদা (২২)। আহত শিক্ষার্থীর নাম শাকিল। এরা দুজনেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার (এসআই) আব্দুল কুদ্দুস জানান, রাতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হয়। এদের মধ্যে নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শাকিলকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। শাকিল শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পরপরই পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে বলে জানান আব্দুল কুদ্দুস। নাজমুলের মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, নাজমুল পাবনা জেলার সাথীয়া উপজেলার সোনাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জহির রায়হান ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতেন তিনি।

সহপাঠি সজিব জানান, ইলেক্ট্রোনিক বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন নাজমুল। তিনি কলেজ শাখার ছাত্রলীগের সহসভাপতিও ছিল।

সারাবাংলা/এসআর/এসএমএন

পলিটেকনিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর