ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়
৪ ডিসেম্বর ২০১৮ ১৬:২৬ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৮ ১৬:২৯
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। এবারের নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১৪টি পদে নির্বাচিত হয়েছেন নীল দলের সদস্যরা। অপর দিকে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা মাত্র একটি সদস্যপদে জয় লাভ করেছেন।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত কয়েক বছর ধরেই নির্বাচনে নীল দলের শিক্ষকরা এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসছে।
সারাবাংলা/কেকে/এমআই