Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুশের মৃত্যুতে শোক: বুধবার বন্ধ থাকবে মার্কিন দূতাবাস


৪ ডিসেম্বর ২০১৮ ১৬:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ এর মৃত্যুতে আগামী বুধবার (৫ ডিসেম্বর) জাতীয় শোক দিবস পালন করবে ওয়াশিংটন। এজন্য বুধবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য জানান হয়।

বার্তায় বলা হয়, জর্জ এইচ. ডব্লিউ. বুশ এর মৃত্যুতে আগামী বুধবার (৫ ডিসেম্বর) জাতীয় শোক দিবস ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। এ জন্য ওই দিন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে। আমেরিকান নাগরিকরা প্রয়োজনে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে এই সেবা চাইতে পারেন।

সারাবাংলা/জেআইএল/এনএইচ

জর্জ এইচডব্লিউ বুশ মার্কিন দূতাবাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর