বিএনপি নির্বাচন নিয়ে ব্লেইম গেইম খেলছে : ১৪ দল
৪ ডিসেম্বর ২০১৮ ১৪:২১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৮ ১৫:২৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন ব্লেইম গেইম খেলছে বলে দাবি করেছেন ১৪ দলের নেতা ও বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দিলীপ বড়ুয়া বলেন, কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ৬টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ তারাও বিভিন্ন অভিযোগ করেছেন। অভিযোগের নামে তারা ব্লেইম গেইম খেলছেন। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ হলেও এসব ব্লেইম গেইমের মধ্য থেকেও তারা কথা বলতে পারেন। যা এরই মধ্যে বলা শুরু হয়েছে।
তিনি বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ।ঠু করতে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে বলেছি। সতর্ক ব্যবস্থার বিষয়ে নির্বাচন কমিশন আগামী ১৩ তারিখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সব বিষয় উত্থাপন করবে।
দিলীপ বড়ুয়া বলেন, নির্বাচন কমিশনকে আমরা বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সতর্ক থাকতে বলেছি। দেখা যায় বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে প্রত্যেকটা দেশের হিডেন কতগুলো এজেন্ডা থাকে। পর্যবেক্ষকেরা যাতে ইনডিজগাইড এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে বলেছি।
সারাবাংলা/ জিএস/জেএএম