Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দণ্ডপ্রাপ্ত আ.লীগ প্রার্থী বৈধ হলে বিএনপি প্রার্থীরা বাতিল কেন’


৪ ডিসেম্বর ২০১৮ ১৩:১৭ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দুদকে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের প্রার্থী হাজী সেলিম ও পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র যদি বৈধ হয় তাহলে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র কেন বাতিল করা হলো—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা ও নাটোর-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ ছাড়া মনোনয়নপত্র বাতিল করা সরকারের পূর্ব পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেই প্রতিটি আসনে একাধিক প্রার্থী দিয়েছি।’

আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে নিজের প্রার্থীতা বহালের দাবি জানিয়ে আপিল করেন। সে সময় তিনি নির্বাচন কমিশনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটা নির্বাচন করতে চেয়েছিল। তারা চেয়েছিল বিএনপি যেন নির্বাচনে না আসে। বিএনপি এবারের নির্বাচনে অংশ নিয়ে সরকারের দৃষ্টিতে একটা অপরাধ করেছে।’

এ ছাড়া বিএনপির যেসব প্রার্থীরা নিশ্চিত জিতবে তাদের মনোনয়নপত্র সরকারের নির্দেশে রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নাকি সাজাপ্রাপ্ত? এক বছর আগে আমার কনভিকশন স্থগিত করা হয়েছে। এর পরে আমার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই।’

তিনি অভিযোগে উদাহরণ হিসেবে দুদকের মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের প্রার্থী হাজী মো. সেলিম ও পঙ্কজ দেবনাথের কথা তুলে ধরেন। তাদের উদাহরণ টেনে বলেন,  ‘তাদের মনোনয়নপত্র যদি বৈধ হয় তাহলে আমার ও ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র কেন বাতিল হলো’

সরকার কোনো সুযোগ দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে যখন বলি তখন তিনি আমাকে বলেন আপিলে যান। সরকারের কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আমাদের আশঙ্কাই সঠিক হলো।

বিজ্ঞাপন

এ ছাড়া এক প্রশ্নের জবাবে দুলু বলেন, ‘ইসিতে আপিলের পর মনোনয়নপত্র বৈধ না হলে আমরা উচ্চ আদালতে যাবো।

সারাবাংলা/জিএস/এমআই

নির্বাচন কমিশন বিএনপি প্রাথীরা বাতিল কেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর