Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে সাজা শেষে দেশে ফিরছেন ১৭ বাংলাদেশি


৪ ডিসেম্বর ২০১৮ ১৩:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : মিয়ানমারে অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন সাজা শেষে দেশে ফিরছেন ১৭ বাংলাদেশি। বুধবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের টেকনাফ জেটিঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন তারা।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে টেকনাফের বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী এই তথ্য জানান।

তিনি বলেন, অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করায় এই ১৭ বাংলাদেশি দীর্ঘদিন দেশটিতে কারাবন্দি ছিল। আজ তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে। তাই বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হবে।

তবে এই বাংলাদেশিরা কতদিন সাজা ভোগ করেছেন সে সম্পর্কে কিছু বলতে পারেননি বিজিবির এই অধিনায়ক।

সারাবাংলা/এসএমএন

অনুপ্রবেশ মিয়ানমার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর