Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেল থেকে বিএনপি নেতা শাহাদাতের চিঠি


৩ ডিসেম্বর ২০১৮ ১৯:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: কারাগার থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনের লেখা একটি চিঠি গণমাধ্যমে দলটির পক্ষ থেকে পাঠানো হয়েছে।

দলের নেতাকর্মী-সমর্থক এবং নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশে আবেগঘন ভাষায় লেখা এই চিঠিতে শাহাদাত বলেছেন, ৩০ ডিসেম্বর সবাই যেন নিজেকে কারাবন্দি বেগম খালেদা জিয়া অথবা শাহাদাত মনে করে ধানের শীষ প্রতীকে ভোট দেন। এই ভোটের মাধ্যমে বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির পথ সুগম হবে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।

চট্টগ্রাম কারাগারে থেকে রোববার (০২ ডিসেম্বর) শাহাদাতকে আদালতে হাজিরা দিতে আনা হলে তিনি হাতে লেখা ছয় পৃষ্ঠার চিঠিটি নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলীর হাতে দেন। কারাগার থেকে লেখা চিঠির অনুলিপি সোমবার সন্ধ্যায় ইদ্রিস আলী গণমাধ্যমে পাঠিয়েছেন।

ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, ‘শাহাদাত ভাই হাতে লেখা একটি চিঠি আমাকে দিয়েছেন। চিঠিতে লেখা তাঁর বক্তব্য নেতাকর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনগণের কাছে তিনি পৌঁছানোর কথা বলেছেন। তিনি নেতাকর্মীদের মনোবল অটুট রেখে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে প্রার্থীদের জিতিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেছেন।’

গত ৭ নভেম্বর বিকেলে ঢাকায় সিএমএম আদালত এলাকা থেকে এক সঙ্গীসহ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন শাহাদাত।

‘আপনি নির্বাচন করবেন এটাই আপনার অপরাধ’

চিঠিতে গ্রেফতারের বর্ণনা দিয়ে শাহাদাত লিখেছেন, ‘ডিবি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম আমাকে গ্রেফতার করা হল কেন? আমার অপরাধ কি? উত্তরে বলা হল, আপনি নির্বাচন করবেন এটাই আপনার অপরাধ। আপনি জনপ্রিয়, এটাই আপনার আপনার অপরাধ।’

বিজ্ঞাপন

শাহাদাত বিভিন্ন মামলা ও তার কারাবাসের বর্ণনা দিয়ে চিঠিতে লেখেন, ‘মিথ্যা গায়েবী মামলায় হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে কারাগারে বন্দি রাখা হয়েছে। দেশে আজ দুর্নীতি, দু:শাসন, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। গত ১০ মাস ধরে তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে।’

নিজের রাজনৈতিক ও পেশাগত কাজের কথা উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘বাকলিয়া, কোতোয়ালী, চকবাজার সংসদীয় আসনের সর্বস্তরের জনসাধারণের কাছে একান্ত অনুরোধ, যারা আমাকে কিছু গায়েবি মামলা দিয়ে কারাগারে বন্দি রেখে খোলা মাঠে গোল দিতে চায়, তাদের এই অমানবিকতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আপনারা নিজেকে বেগম খালেদা জিয়া কিংবা ডা. শাহাদাত হোসেন মনে করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হোন।’

‘৩০ ডিসেম্বর আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার স্ব স্ব ভোট সেন্টারে গিয়ে প্রতিষ্ঠা করুন। ধানের শীষ প্রতীকে আপনার একটি মূল্যবান ভোট অন্ধকার কারাগারে থেকে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। আমিসহ হাজার হাজার নেতাকর্মী গায়েবি মামলার শিকার হয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দি আছি- তাদের মুক্তির পথ দেখাবে।’- চিঠিতে লিখেছেন শাহাদাত

বিএনপি নেতা শাহাদাত চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে মনোনয়ন পেয়েছেন। ইতোমধ্যে তার মনোনয়ন পত্র বৈধ বলে গৃহীত হয়েছে।

সারাবাংলা/আরডি/ আরএ

কারাগার বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর