Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কফিন ভরেছে ফুলে ফুলে


৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৫১

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে চিত্রগ্রাহক ও আলোকচিত্রী আনোয়ার হোসেনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার (৩ নভেম্বর) তাকে শ্রদ্ধা জানাতে কেউ আনেন একগুচ্ছ ফুল, ফুলের তোড়া আবার কেউ আনেন ফুলের ডালি। অশ্রুসিক্ত শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে যায় খ্যাতিমান এই আলোকচিত্রীর কফিন।

এ শিল্পীকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার দেন ঢাকার জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে আনোয়ার হোসেনকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

আনোয়ার হোসেন গত ২৮ নভেম্বর ফ্রান্স থেকে বাংলাদেশে আসেন।

১ ডিসেম্বর সকালে রাজধানীর পান্থপথের একটি হোটেল তার মরদেহ উদ্ধার করা হয়।

আনোয়ার হোসেন বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী। তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।

১৯৬৭ খ্রিস্টাব্দে মাত্র দুই ডলার ( ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তার আলোকচিত্রী জীবনের শুরু। পরে ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন।

আলোকচিত্রীর পাশাপাশি তিনি চিত্রগ্রাহক হিসেবেও কাজ করেছেন। সূর্যদীঘল বাড়ি (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫) ও লালসালু (২০০১) সিনেমায় শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

সারাবাংলা/একে

আনোয়ার হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর