নোয়াখালীর সেনবাগে বাসচাপায় ২ জনের মৃত্যু
৩ ডিসেম্বর ২০১৮ ১৭:২৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৩০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নোয়াখালী: নোয়াখালীতে বাস চাপায় দুই সিএনজি অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তিনজন।
সোমবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সেনবাগ উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের তিন পুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন রাজারামপুর গ্রামের মো. আলাউদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৩২) ও নবীপুর ইউনিয়নের শ্রীবর্দি গ্রামের আবদুল মতিনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩০)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুপুর ১টায় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়ক দিয়ে দাগনভূঁইয়ার দিকে যাচ্ছিল। পথে তিন পুকুরিয়া এলাকায় পৌঁছলে লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস ওই সিএনজি অটোরিকশাটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আলেয়া বেগম মারা যান। সেখান থেকে ফেনী হাসপাতালে নেওয়ার পথে মারা যান মো. ইসমাইল হোসেন মারা যায়।
আহত দুইজনকে চট্টগ্রামে এবং একজনকে নোয়াখালী শহরে চিকিৎসার জন্য তাদের স্বজনরা নিয়ে গেছেন বলে জানান ওসি। তিনি আরও জানান, শাহী পরিবহনের বাসটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে।
সারাবাংলা/এসএমএন