আমিই আসল বুহারি: নাইজেরিয়ার প্রেসিডেন্ট
৩ ডিসেম্বর ২০১৮ ১৭:২৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৪২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
নিজের মৃত্যুর খবর অস্বীকার করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে যে, তিনি মারা গেছেন। তার জায়গায় বসানো হয়েছে এক সুদানি ‘নকল’ বুহারিকে। খবর আল জাজিরার।
রোববার (২ ডিসেম্বর) পোল্যান্ডে এক সম্মেলনে নাইজেরিয়ানদের উদ্দেশে বুহারি বলেন, এটা আসল আমি। এ ব্যাপারে আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। খুব শীঘ্রই আমি আমার ৭৬তম জন্মদিন উযদাপন করবো ও দীর্ঘজীবী হবো।
তিনি আরও বলেন, অনেকে আশা করেছিলেন অসুস্থতায় ভুগে আমি মারা গেছি। তিনি জানান, যেসব লোকেরা এসব গুজব ছড়াচ্ছে তারা মূর্খ ও অধার্মিক।
আগামী ফেব্রুয়ারিতে নাইজেরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামবেন তিনি। গত বছর পাঁচ মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগে যুক্তরাজ্যে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে কী রোগে আক্রান্ত ছিলেন তা প্রকাশ করা হয়নি।
এদিকে, তার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়েছে। এর মধ্যে কিছু গুজব ছড়িয়েছে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিরা। একটি গুজব হচ্ছে- বুহারির জায়গায় নাইজেরিয়া শাসন করছেন জুবরিল নামের এক ব্যক্তি। তিনি দেখতে বুহারির মতো। আসল বুহারির মৃত্যু হয়েছে।
সারাবাংলা/ আরএ