Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রী-এমপিরা চায় না প্রজারা রাজা হোক: হিরো আলম


৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৩২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ১৮:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সোমবার (৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন। তার আপিল নম্বর-৪৩।

এ সময় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘জিরো থেকে হিরো হয়েছি। ষড়যন্ত্র করে আমাকে থামানোর চেষ্টা চলছে। এমপি-মন্ত্রীরা চায় না প্রজারাও রাজা হোক। ভোট যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে যাব।’

তিনি আরও বলেন, ‘কমিশনে আপিল করছি আশা করছি নির্বাচনে অংশ নেওয়ার সুয়োগ পাব। মনোনয়নপত্রে আমার কোনো ভুল না থাকার পরও আমার আসনে ষড়যন্ত্র করে থামানোর চেষ্টা করা হয়েছে।’

হিরো আলম ইসিতে আপিল কালে মিডিয়াকর্মীসহ ইসির কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে সেলফি তোলেন।


এর আগে, রোববার তার মনোনয়ন বাতিল করে ইসি। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হিরো আলমসহ ১৬ জন মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে বাছাইয়ের দিনে হিরো আলমসহ সাতজনের মনোনয়ন বাতিল করা হয়। তিনি সেই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘স্বতন্ত্র হিসেবে কেউ প্রার্থী হতে চাইলে বা নির্বাচন করতে চাইলে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল করার কথা। কিন্তু তার মনোনয়নপত্রে নির্ধারিত ভোটারের স্বাক্ষর ছিল না।’

উল্লেখ্য, এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ‘লাঙ্গল’ মার্কার মনোনয়ন না পেয়ে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সিডি ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলম।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

একাদশ জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন হিরো আলম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর