Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরের ৫ আসনে বৈধ প্রার্থী ৫০ জন


২ ডিসেম্বর ২০১৮ ২২:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চাঁদপুর: যাচাই-বাছাই শেষে চাঁদপুরে আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলে এই যাচাই-বাছাই কার্যক্রম।

চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অফিসার মো. মাজেদুর রহমান প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন : চাঁদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার মোশারফ হোসেন, চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খায়রুল হাসান, চাঁদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী রিয়াজ উদ্দিন নসু, স্বতন্ত্র প্রার্থী লায়ন হারুন, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. সালেহ, চাঁদপুর-৫ আসনের এলডিপির প্রার্থী নেয়ামুল বাশির ও জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু

এছাড়া চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী তানভির হুদার মনোনয়নপত্র শুনানির জন্যে স্থগিত রাখা হয়েছে।

চাঁদপুর জেলার পাঁচটি আসনের জন্য জমা মোট ৫৯টি মনোনয়নপত্রের মধ্যে ৫০টি মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

চাঁদপুর মনোনয়নপত্র বাতিল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর