মেননের হাতে নৌকা তুলে দিলেন মনোনয়নবঞ্চিত সম্রাট
২ ডিসেম্বর ২০১৮ ২২:১৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ২২:১৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা-৮ আসনের মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নৌকা দিয়ে বরণ করে নিলেন মনোনয়নবঞ্চিত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলে সম্রাটের আমন্ত্রনেণে যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন মেনন। এ সময় সম্রাট মেননের হাতে নৌকা তুলে দিয়ে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনাকে মহাজোটের প্রার্থী করেছেন। কাজেই আমরা যুবলীগের প্রত্যেক নেতা-কর্মী আপনাকে বিজয়ী করতে মাঠে থাকবো। আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করবো।
উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। কিন্তু এ আসনটিতে আওয়ামী লীগ কাউকে চিঠি দেয়নি। ফলে আসনটি মহাজোটের প্রার্থীর জন্য ফাঁকা রাখা হয়। আজ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেননের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফলে তিনিই হচ্ছেন মহাজোটের প্রার্থী।
সারাবাংলা/এনআর/এমআই