Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ছেলেসহ শেখ হেলালের মনোনয়নপত্র বৈধ, ৩ প্রার্থীর বাতিল


২ ডিসেম্বর ২০১৮ ২১:২২ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ২১:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মহাজোট, ঐক্যফ্রন্ট ও বিভিন্ন দলসহ মোট ২৯ প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (২ নভেম্বর) বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত চলে যাচাই-বাছাই। পরে মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে জাতীয় পার্টির দুই প্রার্থী ও এনপিপির একজনসহ তিনজনের মনোনয়নপ্রত্র বাতিল করেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

এদের মধ্যে ঋণ খেলাপি হওয়ায় বাগেরহাট-১ আসন এর জাতীয় পার্টির এসএম আল জোবায়ের এবং বাগেরহাট – ২ আসন থেকে দলটির প্রার্থী শেখ মোস্তাফিজুর রহমান এর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া বাগেরহাট-৪ আসনে এনপিপি’র প্রার্থী মো. আমিনুল ইসলাম খাঁনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়।

তপন কুমার বিশ্বাস জানান, কোনও কোনও আসনের বিপরীতে একটি দল থেকে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ৯ ডিসেম্বরের মধ্যে যদি কেউ তার মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে দুইজনেরই প্রার্থীতা বাতিল হবে।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যে ২৬ প্রার্থী বৈধ বলে গণ্য হয়েছেন তারা হলেন :

বাগেরহাট- ১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসন :

মহাজোট থেকে বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে ও বর্তমান সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন (আওয়ামী লীগ), ঐক্যফ্রন্ট থেকে দুইজন সাবেক এমপি শেখ মুজিবর রহমান (বিএনপি), ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা (বিএনপি), মো. লিয়াকত আলী শেখ (ইসলামী আন্দোলন) এম ডি সামসুল হক ( মুসলিম লীগ) ।

বিজ্ঞাপন

বাগেরহাট- ২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন :

মহাজোট থেকে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় (আওয়ামী লীগ), ঐক্যফ্রন্ট থেকে দুইজন এমএ সালাম (বিএনপি), ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম (বিএনপি), সেকেন্দার আলী (সিপিবি), মো আব্দুল,মো আব্দুল আওয়াল (ইসলামী আন্দোলন), খান আরিফুর রহমান ( জাকের পার্টি), এসএম আজমল হেসেন (স্বতস্ত্র) ও রেজাউর রহমান মন্টু (স্বতস্ত্র)।

বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসন :

মহাজোট থেকে বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহার তালুকদার (আওয়ামী লীগ), ঐক্যফ্রন্ট থেকে দুইজন ড. শেখ ফরিদুল ইসলাম (বিএনপি), আব্দুল ওয়াদুদ শেখ (বিএনপি) হাফেজ মাওলানা শাহজালাল সিরাজী, (ইসলামী আন্দোলন), মো. রেজাউল শেখ (জাকের পর্টি), মো. সেকেন্দার আলী মনি (জাতীয় পার্টি)।

বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসন :

মহাজোট থেকে মো. মোজাম্মেল হোসেন (আওয়ামী লীগ), ঐক্যফ্রন্ট থেকে দুইজন কাজী খায়রুজ্জামান শিপন (বিএনপি), অধ্যক্ষ আব্দুল আলীম (বিএনপি), সোমনাথ দে ((জাতীয় পার্টি), মাওলানা আব্দুল মজিদ (ইসলামী আন্দোলন), মো. শরীফুজ্জামান তালুকদার (সিপিবি), মো. রিয়াদুল ইসলাম আফজাল (বিএনএফ)।

সারাবাংলা/এসএমএন

বাগেরহাট মনোনয়নপত্র বাতিল শেখ সারহান নাসের তন্ময় শেখ হেলাল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর