Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসপি হারুণকে না.গঞ্জে বদলিতে আপত্তি জানিয়েছিলেন মাহবুব তালুকদার


২ ডিসেম্বর ২০১৮ ২১:০৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ২১:১১

ফাইল ছবি

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) অনাপত্তিপত্র পেয়েছেন গাজীপুরের সাবেক আলোচিত পুলিশ সুপার (এসপি) হারুণ আর রশিদ। তবে চার নির্বাচন কমিশনারের বৈঠকে নির্বাচনের আগে এসপি হারুণকে নারায়ণগঞ্জে বদলি করা নিয়ে আপত্তি জানিয়েছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি মত দিয়েছিলেন, নির্বাচনের আগে তাকে নিয়োগ দিলে নারায়ণগঞ্জের নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।

বিজ্ঞাপন

রোববার (২ ডিসেম্বর) নারায়ণগঞ্জের নতুন এসপি হিসেবে হারুণ অর রশিদকে অনাপত্তিপত্র দেয় নির্বাচন কমিশন। এর কয়েক ঘণ্টার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তার নতুন পদায়নের প্রজ্ঞাপনও জারি করে।

তবে ইসি সূত্রে জানা গেছে, কমিশনের বৈঠকে হারুণ অর রশীদকে নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগের বিষয়টি আলোচনায় উঠলে মাহবুব তালুকদার আপত্তি জানান। ওই সময় মাহবুব তালুকদার জানান, ২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনে এসপি হারুণের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছিল। সেই এসপি হারুণকেই আবার নির্বাচনের আগে নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। তবে ভোটের পরে তাকে নারায়ণগঞ্জে বদলি করা যেতে পারে বলেও মত দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তবে ওই বৈঠকে উপস্থিত বাকি তিন নির্বাচন কমিশনার সম্মতি জানালে এসপি হারুণকে তার বর্তমান কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে নারায়ণগঞ্জে বদলিতে অনাপত্তিপত্র দেয় ইসি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মোবাইলে সারাবাংলাকে বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

বিজ্ঞাপন

আরেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, পুলিশ বিভাগ থেকে আমাদের কাছে আবেদন করেছে, আমরা অনুমোদন দিয়েছি। কারণ নারায়ণগঞ্জের এসপির পদ তো আর খালি রাখা যাবে না। এরই মধ্যে সেখানকার এসপিকে প্রত্যাহার করা হয়েছে। ফলে তার শূন্য পদে নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসপি হারুণকে বদলির অনুমতি চাওয়া হয়েছিল। ওই শূন্য পদে আমরা তাকে নিয়োগের বিষয়ে আনাপত্তি দিয়েছি।

চার নির্বাচন কমিশনের মধ্যে একজন নারায়ণগঞ্জে এসপি হারুণের পদায়ন নিয়ে আপত্তি জানিয়েছিলেন— এ বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

এর আগে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। বলা হয়, তার স্ত্রী সরকার দলীয় সংসদ সদস্য হওয়ায় তিনি নিরপেক্ষভাবে নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৭ নভেম্বর রাতে এসপি আনিসুরকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, সংসদ ভবন এলাকায় বিএনপি নেতা ও এক সময়ের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুককে পেটানোর ঘটনায় আলোচনায় আসেন এসপি হারুণ অর রশীদ। ২০১৬ সালের এক স্থানীয় সরকার নির্বাচনে তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে তাকে প্রত্যাহার করে ইসি।

গাজীপুরে এসপি হিসেবে দায়িত্ব পালন করে আসা হারুণ অর রশীদকে কিছুদিন আগে উপপুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছিল।

সারাবাংলা/জিএস/টিআর

এসপি আনিসুর এসপি হারুন নির্বাচন কমিশন মাহবুব তালুকদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর