পতাকা ওড়ানোর মাস…
১ ডিসেম্বর ২০১৮ ২১:০৭
বিজয়ের মাস, পতাকা ওড়ানোর মাস ডিসেম্বর। ১৯৭১ সালে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ডিসেম্বরেই বাংলার মুক্ত আকাশে মুক্তির নিশান ওড়ে। বিজয়ের মাস ডিসেম্বর ফিরে আসলেই সারাদেশে ছেয়ে যায় লাল-সবুজের পতাকায়। ব্যস্ততা বেড়ে যায় দর্জিদের। এ মাসে তারা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে পতাকা তৈরিতে। সারামাসের পতাকা বানিয়ে বাজারে ছাড়তে হবে। তাদের বানানো প্রতিটি পতাকা বিক্রি হয় চার টাকা থেকে চারশ টাকা পর্যন্ত। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/এমআই