Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএস-বাংলার টিকেটে ৪৮ শতাংশ মূল্যছাড়


১ ডিসেম্বর ২০১৮ ১৭:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শীতকালীন ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকেটের উপর ৪৮ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিজনেস ও ইকোনমি উভয় শ্রেণির ভাড়ার উপর অফারটি প্রযোজ্য হবে।

শনিবার (১ ডিসেম্বর) ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ইউএস-বাংলার সকল সেলস অফিস ও ট্রাভেল এজেন্ট অফিস থেকে এই টিকেট কেনা যাবে। আর এই ছাড়ে ভ্রমণ করা যাবে চলতি বছরের ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২০ মে পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয় মূল্যছাড় মূলত ভাড়ার উপর নির্ধারিত হবে এবং যথারীতি সকল ট্যাক্স ও সারচার্জ প্রযোজ্য হবে। বিশেষ অফারটি বাংলাদেশের অভ্যন্তরীণ সকল গন্তব্য ও বাংলাদেশ থেকে ইউএস-বাংলার যে সকল আন্তর্জাতিক গন্তব্য বিশেষ করে কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা রুটের জন্য করা হয়েছে।

সারাবাংলা/জেএ/এসএমএন

ইউএস-বাংলা মূল্যছাড়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর