Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরা ত্রিশে ঐশী


১ ডিসেম্বর ২০১৮ ১৬:২৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ১৬:২৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চীনের সানাইয়া শহরে বসেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর। এটি বিশ্ব সুন্দরি প্রতিযোগিতার ৬৮তম আসর। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিযোগিতায় এখন পর্যন্ত তিনি বেশ ভালো অবস্থানে রয়েছেন। বিভিন্ন দেশের প্রতিযোগিদের হারিয়ে তিনি সেরা ত্রিশে পৌঁছে গেছেন। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে তিনি সেরাদের তালিকায় স্থান করে নেন। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অফিসিয়িাল ফেসবুক পাতায় এক ভিডিও বার্তায় তথ্যটি জানান ঐশী।

বিজ্ঞাপন

https://www.facebook.com/MissWorldBangladeshOfficialPage/videos/331784200985168/UzpfSTI2NDQ3NDY4MDkzOTQ3NzoyODU2MzM0NDU0OTAyNjc/?__tn__=K-R&eid=ARC4dkosRtDWWWDiY3295MKqjmHd3ILzIgrztmkNXG9GaH5gJrshEzqViEP1XjwLYbkAPf-T5W3Q5YCa&fref=mentions&__xts__[0]=68.ARDx1aWZ7Ug805ZonjPjb054yziS5b-RK2Aqfwdan0WfkdNmbyHbT7Vyr-u2uFlY6Nazs72nkegpJ6sycFpYfG8VwzGpJK8aJMmhIQm6Oqok5dX0v59PEFhIwkyT5O7_p2TxnhPaQnPuYdZCFAvC1qqFljZZ8jpXxdAKmywz0Cz-AjBDrLIylTTuYmSymkmdUHYcCBglhOfF64EF

‘হেড টু হেড চ্যালেঞ্জে’র গ্রুপ সিক্সে জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেনমার্কের টারা জেনসেন, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের ইয়াদালি টমাস সান্তোস, ব্রাজিলের জেসিকা কারভালহো, আয়ারল্যান্ডের ইফা ও সুলিভান ও চীনের পিরুয়ি মাও।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। এর আগে ২০১৭ সালে জেসিয়া ইসলাম বাংলাদেশ থেকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি সেমিফাইনাল থেকে বাদ পড়েন।

সারাবাংলা/আরএসও/পিএম

জান্নাতুল ফেরদৌস ঐশী মিস ওয়ার্ল্ড ২০১৮

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর