Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে পুড়েছে দোকান-বসতঘর


১ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আগুনে সাতটি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১ ডিসেম্বর) সকালে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা বান্ডেল রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে জানান, সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি গিয়ে দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে একটি লেপ-তোষকের দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী সারাবাংলাকে জানান, আগুনে আক্তার আলীর মালিকানাধীন দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এছাড়া নূরুল আনোয়ারের মালিকানাধীন ৭টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে একটি লেপ-তোষক, ওষুধ, কসমেটিকস, ফটোকপি, বিকাশ এজেন্ট, পান-সিগারেট এবং মোবাইল রিচার্জের দোকান আছে।

সারাবাংলা/আরডি/জেএএম

আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর